রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে পুষ্টি মেলা আয়োজন করা হয়েছে। বুধবার পুষ্টি মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় , উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডা: গোলাম আজম, মেডিকেল অফিসার ডা: নুর উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) হেডম্যান নেটওয়ার্ক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা। এ সময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা।
এর আগে কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতিথিদের নিয়ে আয়োজিত পুষ্টি মেলা ফিটা কেটে উদ্বোধন করেন। মেলায় ৬টি স্টল অংশগ্রহণ করে। স্থলগুলোতে নানা ধরনের খাদ্য পণ্য সাজানো ছিল। পরে অতিথিরা পুষ্টি মেলা পরিদর্শন করেন।




