সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

কাপ্তাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের (সিসিএইচপি) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় সিসিএইচপির প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চদ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের কাপ্তাই উপজেলার সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা প্রমূখ। কর্মশালা সঞ্চালনা করেন কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট ফেসিলিটেটর উসংবাই মারমা। এতে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন ও রাগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়নের হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
চদ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন, যেকোন দূর্যোগ আসলে প্রথমে আমাদেরকে ৪ টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত প্রস্তুতি তারপর প্রতিরোধ এবং প্রশমন সবশেষে পুর্নবাসন। অপরিকল্পিত বনায়ন এবং বৃক্ষ নিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments