রাঙামাটির জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল কক্ষে এ মা সমাবেশ ও ফল প্রকাশ করা হয়।
মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক রিতা চাকমা। এ সময় সহকারী শিক্ষকগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এতে অভিভাবকদের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা যায়।
স্বাগত বক্তব্যে সিনিয়র সহকারী শিক্ষক রিতা চাকমা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে পারিবারিক সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কথা তুলে ধরেন।`




