সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
মূলপাতাকৃষিকাপ্তাইয়ে কফি চাষে কৃষক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে কফি চাষে কৃষক প্রশিক্ষণ

রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ট্রা দিকে কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (বারি ) অর্থায়নে ও রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসানের সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান। এতে প্রধান অতিথির দেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র গাজিপুরের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হবে। কৃষক প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান ও বান্দরবান কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম। প্রশিক্ষণে ৩০জন কৃষক অংশ গ্রহণ করেন। এর আগে প্রশিক্ষণ অনুষ্ঠানে শুরুতে প্রয়াত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments