সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিজুরাছড়িতে প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা

জুরাছড়িতে প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা

রাঙামাটির জুরাছড়ি উপজেলার পেরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা চাকমাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা।
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ। অন্যান্যদের বক্তব্য দেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখেলেশ চাকমা ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মরশেদুল আলম। এছাড়াও বিদ্যালয় ও বিহার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষিকাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি জাতির ভবিষ্যৎ গঠনের কারিগর। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments