রাঙামাটির জুরাছড়ি উপজেলার পেরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা চাকমাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা।
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ। অন্যান্যদের বক্তব্য দেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখেলেশ চাকমা ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মরশেদুল আলম। এছাড়াও বিদ্যালয় ও বিহার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষিকাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি জাতির ভবিষ্যৎ গঠনের কারিগর। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।




