কাপ্তাইয়ে শীতবস্ত্র বিতরণ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন চারটি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারের, ( পিএসসি) তত্ত্বাবধানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মেজর মো. নোমান আল হাফিজ। শীতার্তরা শীতবস্ত্র পেয়ে জনসাধারণ উ”্ছ¦সিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান হয়। ১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন ইছাছড়ি মারমা পাড়া, কেংরাছড়ি, হরিণছড়া মুখ পাড়া ও ভাইবোনছড়া এলাকায় ৬০টি পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।




