ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান এ সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এ সহায়তা তুলে দেন।
এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




