বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাইয়ে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

কাপ্তাইয়ে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

রাঙামাটির  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত  লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায়  উপজেলা সদর  বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন  করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল  প্রবন্ধ উপস্থাপন করেন  বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. রাকিবুল হাসান। এতে  সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

কাপ্তাই  সহকারী  তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়  এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:  রুইহ্লা মং, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব। সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পরিবেশ ও সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লাগসই প্রযুক্তি টেকসই উন্নয়নের অন্যতম প্রধান উপাদান।

এসব প্রযুক্তির সঠিক প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব হবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা যাবে। পরে অতিথিরা মাঠে স্থাপিত বিভিন্ন সরকারি, বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ টি প্রর্দশনী  ঘুরে দেখেন।

প্রর্দশনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন উদ্ভাবনী সুচারুরূপে তুলে ধরা হয়েছে । প্রদর্শনীতে শিক্ষার্থী, উদ্যোক্তা ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments