বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীবাতকস কেন্দ্রীয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়ি কমিটির

বাতকস কেন্দ্রীয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়ি কমিটির

বাংলাদেশ  তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কন্যাণ সংস্থা বিলাইছড়ি অঞ্চল কমিটি।

শুক্রবার দুপুরে বিলাইছড়ি অঞ্চল কমিটির আয়োজনে প্রয়াত রাজগুরু অগ্রবংশ’র জন্মস্থান কুতুব দিয়া গ্রামে এই সৌজন্য সাক্ষাৎ/মত বিনিময়/ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাতকস বিলাইছড়ি অঞ্চল কমিটির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাঙ্গামাটি অঞ্চল কমিটির সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গ্যা ও তার সহ ধর্মিনী ওমা তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তাপস তঞ্চঙ্গ্যা,  তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. বিমল তঞ্চঙ্গ্যা, যুব সম্পাদক পদ্ম কুমার তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অজিত তঞ্চঙ্গ্যা , সহ সমাজ কল্যাণ সম্পাদক স্বপন তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সদর অঞ্চল কমিটি সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য গোপাল তঞ্চঙ্গ্যা, সহ সমাজ কল্যাণ সম্পাদক স্বপন তঞ্চঙ্গ্যা, সহ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কমিটির সদস্য অপূর্ব তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা ধন তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা,বান্দরবান অঞ্চল কমিটি সাধারণ সম্পাদক রিরলাল তঞ্চঙ্গ্যা, কাপ্তাই অঞ্চল কমিটির সদস্য ইশ্বর চন্দ্র তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন  অমিত তঞ্চঙ্গ্যা, কাজলী তঞ্চঙ্গ্যা, , জগদীশ তঞ্চঙ্গ্যা, ধন তঞ্চঙ্গ্যা, অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, আনন্দ জয় তঞ্চঙ্গ্যা,সুমন্ত তঞ্চঙ্গ্যা, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, আনন্দ জয় তঞ্চঙ্গ্যা , বাবুলাল তঞ্চঙ্গ্যা, শান্ত তঞ্চঙ্গ্যা,সূর্য্যজিত তঞ্চঙ্গ্যা, আদর তঞ্চঙ্গ্যা, দিগন্ত তঞ্চঙ্গ্যা, কাজলা তঞ্চঙ্গ্যা , তনা তঞ্চঙ্গ্যা ,দিবাকর তঞ্চঙ্গ্যা , নিলা তঞ্চঙ্গ্যা, জয়তুন তঞ্চঙ্গ্যাসহ বিলাই ছড়ি অঞ্চল কমিটি সহ অন্যান্য অঞ্চল কমিটির নেতৃবৃন্দ।  মূলতঃ কেন্দ্রীয় কমিটির অঞ্চল ভিত্তিক একটি সাংগঠনিক সফর। এ সফরটি ১২ টি অঞ্চল কমিটিতে  হবে। এটি বিলাইছড়ির প্রথম সফর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments