বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
মূলপাতাঅপরাধগাছ চুরি করতে এসে নৌকা ফেলে চোরের পলায়ন

গাছ চুরি করতে এসে নৌকা ফেলে চোরের পলায়ন

দিন দুপুরে রাঙামাটির  কাপ্তাইয়ের  সংরক্ষিত বন হতে গাছ চুরি  করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর দল  পলায়ন করেছেন।

এ সময় চুরির সরঞ্জাম এবং একটি  নৌকা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা।

শনিবার( ২০ ডিসেম্বর)   বেলা ১২টায় পার্বত্য চট্টগ্রাম  দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

তিনি আরোও জানান, কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটে   শনিবার দিন দুপুরে গাছ চুরি করতে আসে একদল চোরের দল।

এ সময় কাপ্তাই পুলিশ ক্যাম্পের মাধ্যমে কাপ্তাই  রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়।

দূর হতে দেখতে পাই ৪ জন চোর গাছ কর্তন করছেন। এসময়  বন বিভাগের লোকজন  এক রাউন্ড গুলি করলে  চোরের দল  গাছ, নৌকা,গাছ কাটার করাত সহ চুরির  সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

পরে  আমরা কর্তনকৃত গাছ,নৌকাসহ উদ্ধার  করে অফিসে নিয়ে আসি।এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments