রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীকাপ্তাই নালন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

কাপ্তাই নালন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা  কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে রাত অবধি  বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এদিকে এদিন দুপুরে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাটহাজারী ভিক্ষু সমিতি সাধারণ সম্পাদক ও বিহার  অধ্যক্ষ ড.ভদন্ত বুদ্ধ পাল মহাথেরোর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মেজর (অব:) ডা. অজয় প্রকাশ চাকমা। এতে প্রধান ধর্ম দেশক
হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কোষাধ্যক্ষ ভদন্ত  উওমানন্দ স্থবির।

বিশেষ ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন চিৎমরম মইদং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অক্ষয়ানন্দ স্থবির,জুমপাড়া সর্বজনীন ত্রিরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ জ্যোতিলংকার ভিক্ষু।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সমর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়সীম বড়ুয়া ও অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়া।

বিহারের  সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া ও অদ্রি বড়ুয়া সঞ্চালনায় এসময় গেস্ট অব অনার  হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া  সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি  সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বৌদ্ধাষ্কুর বৌদ্ধবিহার আসামবস্তি  এর উপদেষ্টা  জুঁই চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন বিহারের সাংগঠনিক সম্পাদক ওভেল বড়ুয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments