রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
মূলপাতাঅর্থনীতিফারুয়ায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ

ফারুয়ায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ

বিলাইছড়ি  উপজেলার ফারুয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার- এর  পিআরএলসি প্রকল্প কর্তৃক ১৭৯ জন সুফলভোগী/অতি গরীবদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে হিলফ্লাওয়ার – এর আয়োজনে, অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন, এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ হতে এইসব নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আলো প্রিয় চাকমা এবং  হিলফ্লাওয়ার এনজিও’র পিআর এলসি’র প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা

এছাড়াও উপস্থিত ছিলেন একই প্রকল্পের মনিটরিং অফিসার মিলন চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা ও কার্বারী নিরবাবু তঞ্চঙ্গ্যা, প্রকল্পের  অর্গানাইজার সিবিকা তঞ্চঙ্গ্যা, সিএনএইচপি সুনীল তঞ্চঙ্গ্যা,বিলচান তঞ্চঙ্গ্যা, সিএম মুকুল তঞ্চঙ্গ্যা, সুপর্না তঞ্চঙ্গ্যা,পুষ্টি আপা কাঞ্চনা তঞ্চঙ্গ্যা, অনন্যা তঞ্চঙ্গ্যা, অফিস সাপোর্ট স্টাফ প্রিয়রতন তঞ্চঙ্গ্যা।

জানা গেছে, জীবন মান উন্নয়নের লক্ষে ৬ টি পাড়ায় ১৭৯ জনের মধ্যে অতিদরিদ্র ৩০ জনকে ১০,১০০ টাকা করে  এবং ১৪৯ জন দরিদ্র সুফল ভোগীদের মাঝে ৭২১০ টাকা করে প্রত্যেকের হাতে নগদে  বিতরণ করা হয়েছে।

ফারুয়া ইউনিয়নে ২৬ টি পাড়ার মধ্যে এই ৬ টি পাড়া হাতে নগদে দেওয়া হয়েছে এবং বাকী ২০ টি পাড়ায় মোবাইল ব্যাংকিং রকেটে দেওয়া হবে। উল্লেখ্য যে, উপজেলায় ৩ ইউনিয়নে ৭৮ টি পাড়ার মধ্য ২৩০৯ জন তার মধ্যে এ পর্যন্ত ২৬ টি  পাড়ায় দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments