বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাএনজিওরাঙামাটি শহরের প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রাঙামাটি শহরের প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রাঙামাটির পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় রাঙামাটি শহরের প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের হাসপাতাল রোড এলাকায় পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবার সহকারী পরিচালক রূপনা চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে রুপনা চাকমা বলেন, প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারী বেসরকারী সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। কোন প্রতিবন্ধী যেন সরকারী সহায়তা থেকে বঞ্চিত না হয় সেটা খেয়াল রাখতে হবে।
রুপনা চাকমা বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকার ভাতাসহ অনেক সুযোগ সুবিধা প্রদান করছে। এ সুবিধা পৌছে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তোলার জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছে সরকার।
রাঙামাটির পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক হিমেল চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ইউনিট অফিসার অনুজ চৌধুরী। পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা তিন পার্বত্য জেলার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments