খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম এলাকার মানুষের মাঝে স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার পঙ্খিমুড়া এলাকা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে
চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এসময় স্ক্যাবিস,ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।
সেনাবাহিনীর মহালছড়ি জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বায়েজীদ চিকিৎসা সেবা দেন।
এসময় শিশু,নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে আসে । সেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দরা।