বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
মূলপাতাঅর্থনীতিআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বুধবার সকালে রাঙামাটি  সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নারী অধিকার কর্মী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের সদস্যরাও সক্রিয়ভাবে যোগ দেন।
এ বছরের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য ছিল—
“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন: জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং ভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ণ ও সমতার পথে এগিয়ে চলা।”
সভায় বক্তারা প্রতিপাদ্যের আলোকে পরিবার, সমাজ ও কৃষিভিত্তিক অর্থনীতিতে গ্রামীণ নারীর অপরিসীম অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই কৃষি উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বক্তারা নারীর শ্রম, নেতৃত্ব ও সিদ্ধান্তগ্রহণের স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
আলোচনায় কমিউনিটি চেইঞ্জ মেকার দলের সদস্য নুসরাত জাহান ও রুপান্তর চাকমা অংশ নিয়ে গ্রাম পর্যায়ে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আসমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রতিনিধি রাকেশ চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার , ওমেন রিসোর্স নেটওয়ার্কের সভাপতি ও এডভোকেট সুষ্মিতা চাকমা প্রমুখ। দিবসটির উদযাপনের তাৎপর্য তোলে ধরেন প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুব্রত খীসা।
বক্তারা দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণের জন্য আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-কে ধন্যবাদ জানান এবং স্থানীয় পর্যায়ে নারীর সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments