বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
মূলপাতাপ্রধান খবররাঙামাটিতে ৫ দফা দাবীতে জামায়াতের মানববন্ধন

রাঙামাটিতে ৫ দফা দাবীতে জামায়াতের মানববন্ধন

আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার  দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি রাজনৈতিক দলের এজেন্ডা। সরকার তারই পথে হাঁটছে। বিশ্বের ৯৫টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে কিন্তু এইখানে তা নৎসাতের পায়তারা চলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না।

সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তারা বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করতে হবে। এতে শুধু জামায়াত নয় গোটা জাতির মঙ্গল হবে। ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এ দাবিগুলো উপেক্ষা করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এতে রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের সংসদ প্রাথী এড. মোখতার আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যান সভাপতি আব্দুস সালাম, জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি এড. জিল্লুর রহমান, পৌর জামায়াতের এসিঃ সেক্রেটারি এড. রহমতুল্লাহসহ থানা উপজেলা নেতৃবৃন্দরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments