রাঙামাটির জুরাছড়ি উপজেলায় “ হাত ধোয়া নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রকি দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ-বিন-আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।
বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যাস। বিশেষ করে খাবারের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর, এবং শিশুদের পরিচর্যার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
এ সময় উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়।