বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীসংগীত গুরু ফনিন্দ্র চিকিৎসা তহবিল গঠনে চ্যারিটি শো অনুষ্ঠিত

সংগীত গুরু ফনিন্দ্র চিকিৎসা তহবিল গঠনে চ্যারিটি শো অনুষ্ঠিত

 

এই যেন সুর এবং ছন্দের অপূর্ব দ্যুতনা নয়, সুরের মাঝে লুকিয়ে আছে মানবতার গল্প। সেই সুরকে উপজীব্য করে একজন মৃত্যু পথ যাত্রী সুরের মানুষকে  বাঁচানোর চেষ্টা । আর এই মহতী উদ্যোগটি গ্রহন করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি।

এই একাডেমির  প্রাক্তন সাধারণ সম্পাদক সঙ্গীত গুরু  ফনিন্দ্র লাল ত্রিপুরা কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত। তাঁরই  চিকিৎসা সহায়তায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল বুধবার (১৫ অক্টোবর)   বিকেল সাড়ে ৪ টা  রাত ৮ টা অবধি কাপ্তাই  উপজেলা পরিষদ মিলনায়তনে চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” অনুষ্ঠিত হয়।


এতে  কলকাতার জি বাংলার সারেগামাপা এর শিল্পী শুভ দাশের কন্ঠে মান্না দে এবং কিশোর কুমারের গান মন্ত্রমুগ্ধের মতো হল ভর্তি দর্শক শ্রবণ করেন তুমুল করতালিতে  । তাঁর সাথে তবলা শিল্পী রোমেন বিশ্বাস রাজুর তবলা সঙ্গত অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করেন।

এছাড়া বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ,  বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলাম তাদের কন্ঠের মাদকতায় মুগ্ধ করেন অনুষ্ঠানে আগত দর্শক শ্রোতার। সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার কথা ও সুরে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঙ্গীত পরিচালনায় একাডেমির শিল্পীদের কন্ঠে সম্মেলক গান অনুষ্ঠানের শুরুতে  পরিবেশিত হয়।

এর আগে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি  মো রুহুল আমিন এই  অনিন্দ্য সুন্দর আয়োজনের উদ্বোধন করে বলেন, ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় বিভিন্ন শ্রেণী পেশার যেভাবে এগিয়ে এসেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রমানিত হলো মানুষের কল্যানে  মানুষ।

চট্টগ্রাম হতে আগত সঙ্গীত শিল্পী এবং বাকারসন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ এদিন এই গুণী শিল্পীর চিকিৎসা সহায়তায় নগদ ৩ লাখ ২২ হাজার ৫ শত টাকা তুলে দিয়ে বলেন, সত্যিই একজন গুণী শিল্পীর পাশে দাঁড়াতে পেরে আমি সহ আমার শিল্পী বন্ধু, সহকর্মীরা আনন্দিত। আসুন মানবতার জয় গান গাই।

এসময়  কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাই উপজেলায় সাংস্কৃতিক বিকাশে যে অবদান রেখেছেন তাঁ কখনো ভুলার নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments