বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

কাপ্তাইয়ে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার  এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।

সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাপ্তাই – চট্টগ্রাম সড়কের  কাপ্তাই উপজেলা সদরে   এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক  শিক্ষক অংশ নেন।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মোঃ আমির হোসেনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এসময় কাপ্তাই বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা সহ বিভিন্ন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষকরা  বলেন , রাজধানী ঢাকায় ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই  কর্মসূচি পালন করছি। তাঁরা আরোও বলেন,  বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করতে হবে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments