মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
মূলপাতাএনজিওকাপ্তাইয়ে কমিউনিটি স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে কমিউনিটি স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের  আয়োজনে  মতবিনিময়, আলোচনা ও ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়ন টং ইকো রিসোর্টে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ  চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

এতে প্রধান   অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। অবহিতিকরণ সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম অবহিত করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ( অর্থ ও প্রশাসন) সনজিৎ তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে  কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলা এবং রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান,  কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য  ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তা সহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments