রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী কেক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে উদ্যোক্তা নারীরা অংশ নিচ্ছেন।
সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন এতে সভাপতিত্ব করেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল আলম কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন বলেন, নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।




