মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে পাচারকালে ২ টি ময়না উদ্ধার

কাপ্তাইয়ে পাচারকালে ২ টি ময়না উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক দুটি ময়না পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় কাপ্তাই বন বিভাগ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনীতে অভিযান পরিচালনা করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন।
তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে পাচারকালীন প্রচেষ্টার সময় এই পাখিগুলো উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিস নিয়ে আসা হয়েছে। আপাতত কাপ্তাই বনবিভাগের হেফাজতে থাকবে। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা বিভিন্ন কৌশল ও ফাঁদ ফেলে পাখিগুলো ধরে থাকেন। পরে পাচারকারীরা চড়া দামে বিক্রয় করেন। যা বন্যপ্রাণী আইনের পরিপন্থী। বন্যপ্রাণী সূরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে। কেউ যাতে যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহণ না করতে সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments