মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
মূলপাতাএনজিওকাপ্তাইয়ে  জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণে প্রশিক্ষণ

কাপ্তাইয়ে  জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণে প্রশিক্ষণ

রকঙামাটির  কাপ্তাইয়ে  দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশিজনদের নিয়ে মনিটরিং  প্রশিক্ষণ” হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য  বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ( BERCR-CHT) বিষয়ে  রবিবার( ২১ ডিসেম্বর)   সকাল ১০টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ  কিন্নরীতে  হল রুমে  গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি -ইউএনডি’র সহযোগিতায় এই  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মো.সিরাজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। এসময় তিনি  বলেন,জীববৈচিত্র্য পরিবেশ ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারনে যেন পরিবেশ যেন কোন ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।  প্রশিক্ষণে  মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফেসিলিলেটর বকুল তঞ্চঙ্গ্যা।

এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট। বিশেষ অতিথি’র  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান,  উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা। এসময় সরকারি দপ্তরের  কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ  প্রতিনিধি, হেডম্যান ও কারবারি সহ ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments