খাগড়াছড়ি জেলার মহালছড়ি মিলনপুর বনবিহারে মাসব্যাপি আকাশ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
আকাশ প্রদীপ প্রজ্বলন সমাপনী অনুষ্ঠানে মিলনপুর বন বিহারের আবাসিক ভিক্ষু জ্ঞান ছদক ভিক্ষুকে স্থবির বরণ করা হয়।
এর আগে ২০ ডিসেম্বর শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিকালে গৌতম বুদ্ধের কেশ ধাতুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ প্রজ্বলন এবং জ্ঞান ছদক ভিক্ষুকে স্থবির বরণ, পঞ্চশীল গ্রহণ, মৈত্রী ভাবনা, বুদ্ধমর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, আকাশ প্রদীপ দান, ৮৪ হাজার প্রদীপ দান সম্পন্ন করা হয়।
ধর্ম অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেণ শিক্ষক সুশময় চাকমা। জ্ঞান ছদক ভিক্ষুকে ক্রেস দিয়ে স্থবির হিসেবে বরণ করেন মিলনপুর বনবিহারে সভাপতি দেবব্রত চাকমা।
ধর্মসভায় পুণ্যার্থীদের ধর্ম দেশনা প্রদান করেন মিলনপুর বনবিহারে অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য ভিক্ষু, জ্ঞান ছদক স্থবির, বোধিপ্রিয় ভিক্ষু, মুবাছড়ি বনবিহারে অধ্যক্ষ সুমনাতিষ্য ভিক্ষু।