চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল মাঠে এ ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, অলম্পিক পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ডাঃ মো. শহীদুল আনোয়ার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ বি. কে দেওয়ানজী, স্কুলের পরিচালক তোষণ কান্তি সিংহ, পরিচালক ডা: নারায়ণ চন্দ্র দাশ, পরিচালক ডা: তাপস কুমার সাহা ও কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। স্কুলের শিক্ষিকা কাকলি বৈদ্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ ইয়াছমিন আক্তার। পরে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়।
চন্দ্রঘোনায় ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
RELATED ARTICLES




