বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাশিক্ষারাঙামাটি মোনঘর শিশু সদনের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী সম্পন্ন

রাঙামাটি মোনঘর শিশু সদনের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী সম্পন্ন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শিশু সদন রাঙামাটি সদরের রাঙাপানি মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব সম্পন্ন হয়েছে।

২০ ডিসেম্বর (শুক্রবার) সকালে মোনঘর খেলার মাঠে আয়োজিত দু’দিনব্যাপী এ সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র লারমা ওরফে সন্তু লারমা। যা ২১ ডিসেম্বর (শনিবার) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এদিন বিকালে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। সূচনা বক্তব্য দেন উদযাপন কমিটির আহবায়ক কীর্তি নিশান চাকমা। শুরুতে দেশাত্মবোধক নৃত্য—সংগীত পরিবেশন করে মোনঘরের ছাত্রীরা। সমাপনী শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে সরকার সবকিছু করছে। তাই এ অঞ্চলের অর্থনীতি, কৃষি, পর্যটনসহ সবক্ষেত্রে উন্নয়নে যেসব সম্ভাবনা রয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। শুধু রাঙামাটির কাপ্তাই হ্রদ ঘিরে রয়েছে বহুমুখী উন্নয়নের সম্ভাবনা। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলের আর্থ—সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। এতে দ্রুত পালটে যাবে এ অঞ্চলের দৃশ্যপট।
তিনি বলেন, কৃষি ক্ষেত্রে পাহাড়ে সম্ভাবনা ব্যাপক। বর্তমানে এখানে বিভিন্ন ফলমুল ও ফসলাদি চাষাবাদে ইতোমধ্যে উন্নয়নের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। কাজু বাদাম, কফি চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। সরকার এ অঞ্চলের উন্নয়নে অধিকতর গুরুত্ব দিয়ে যাচ্ছে। তাই এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থ—সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
সুপ্রদীপ আরও বলেন, ৫ আগষ্টের যে পরিবর্তন তা সবার জন্য। এতে দেশকে এগিয়ে নিতে এবং সবার অধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ হয়েছে তা কাজে লাগাতে জাতি, ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
মোনঘর শিশু সদন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি জাতিগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে আমি যতদিন আছি, পাশে থাকব।
এ সময় সম্মানিত অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান বলেন, মোনঘরের উন্নয়নে রাঙামাটি রিজিয়ন সব সময় পাশে থাকবে। সেনাবাহিনী পাহাড়ের শান্তি ও সম্প্রীতির উন্নয়নসহ মানবিক সেবায় কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments