মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মূলপাতাঅপরাধ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

কৃষকদের নামে ব্যাংক থেকে লোন তুলে জাল জালিয়াতের অভিযোগ ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার সকাল দশটায় রাঙামাটি দুর্নীতি দমন কমিশন দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলার কৃষি ব্যাংকে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তে জন্য অভিযান পরিচালনা করে।

এ সময় রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মোঃ বোরহান উদ্দীন, সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযান পরিচালনা করেন।
দুদকের পক্ষ হতে জানানো হয়, যেসকল অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা জানায় প্রাথমিক ভাবে ৭ কোটি টাকার ও অধিক পরিমাণ অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।
অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দেয়।
বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দ্রুত দালাল চক্র সহ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments