বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাএনজিওদীঘিনালায় গ্রীনহিলের প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

দীঘিনালায় গ্রীনহিলের প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভবতী মা ও কিশোরীদের জন্য মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প  এর আয়োজন করা হয়েছে ।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায়  স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল আয়োজনে পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য সেবা ক্যাম্প করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১ টায় দীঘিনালার কবাখালী পরিবার কল্যান কেন্দ্র মাঠে এ ক্যাম্প এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ি পরিবার  বিভাগের উপ-পরিচলক মো. ফারুক আব্দুল্লাহ।

ক্যাম্পে নারী কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ৃ ক্যান্সারসহ বড় কোন ধরনের কোন রোগ না হয়, সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া, গর্ভাবতীরা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান, ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে যেন সন্তান প্রসব না করেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন দীঘিনালার পরিবার পরিকল্পনা বিভাগেন মেডিকেল অফিসার ডাঃ মো. হোসেন সোহেল, মাটিরাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসক ডাঃ কেএম আমজাদ হোসেন। এ সময় মেডিক্যাল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, গ্রীনহিল জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা। উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে  ঔষধ বিতরণ করা হয় ।

বিগত জুলাই-আগষ্টে বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরী ও সাধারণ রোগীদের ঘরের কাছে বিনামূল্য  স্বাস্থ্য সেবা ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments