বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
মূলপাতাঅর্থনীতিভুট্টা চাষে কৃষক জয়নাল আবেদীনের মুখে হাসি

ভুট্টা চাষে কৃষক জয়নাল আবেদীনের মুখে হাসি

৩৩ শতক কৃষি জমিতে ভুট্টা চাষে সফল কৃষক জয়নাল আবেদীন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে  উপজেলার  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর   ২ নং ওয়ার্ডের রেশম বাগান ব্লকের বারঘোনিয়া তনচংগ্যা পাড়ায় ৩৩ শতক কৃষি জমিতে হাইব্রিড জাতের  ভুট্টা চাষ করে সফল  হয়েছেন   কৃষক জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর)  সকাল  সাড়ে ৯ টায় রেশম বাগান ব্লকের তনচংগ্যা পাড়ায় কথা হয় ২ নং ওয়ার্ডের বাসিন্দা  কৃষক জয়নাল আবেদীন এর সাথে।  তিনি বলেন, আমি  ৩৩ শতক কৃষি জমিতে ভুট্টার চাষ করেছেন। চলতি বছরের বোরো মৌসুমে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ হতে   ভুট্টার বীজ, সার ও সাইনবোর্ড পেয়ে উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে  সারিতে বপন করেছি। এছাড়াও উনার পরামর্শে একই জমিতে সাথী ফসল হিসেবে  লালশাক,ফরাস সীম,টমেটো করেছি। বর্তমানে আমার  জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে ।   আশা করছি   আগামী সপ্তাহে বিক্রি করতে পারবো । প্রতি পিস ভুট্টা ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি হয়।

এদিকে এদিন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব রেশমবাগান তনচংগ্যা পাড়া কৃষক জয়নাল আবেদীনের   ভুট্টা চাষ প্রকল্প পরিদর্শন করেন।  এসময় তিনি বলেন, পাহাড়ে ভুট্টা চাষ কম হলেও রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায়  ৪ টি ভুট্রা প্রদর্শনীর  মধ্যে একটি কৃষক জয়নাল আবেদীনকে দিয়েছিলাম। ভুট্রা চাষে উনার ভালো অভিজ্ঞতা রয়েছে, ভুট্রা প্রর্দশনী বর্তমান অবস্থায় ভালো হওয়ায়  আশা করছি উনি ভালো ফলন পাবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments