রাঙামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার “আস্থা”-প্রকল্প কর্তৃক ভোট হোক শান্তি, সম্প্রীতিতে হোক শক্তি – গণতন্ত্রের পথে এগিয়ে যাক বাংলাদেশ শীর্ষক আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্র ও সুশাসন চর্চা এবং ভোটাধিকার নিশ্চিতে এ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে ধূপ্যাচর ক্লাবের মাঠে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এ রাঙামাটি বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই আয়োজন করা হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা ( চান্দো), ধূপ্যাচর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা সাথোয়াই মার্মা, কেংড়াছড়ি বাজার চৌধুরী প্রহর কান্তি চাকমা,শিক্ষক এডিসন চাকমা, বিশ্ব চাকমা,প্রকল্পের ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা, ফিল্ড এসোসিয়েট রাজর্শী চাকমা এবং ইয়ুথ গ্রুপের সভাপতি থুইপ্রু মার্মা এবং পাড়াবাসী ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।




