নানিয়ারচর বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুর ২ টা হতে ৩ টা পর্যন্ত নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খানের নেতৃত্বে এ মোবাইর কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এই অভিযানে নানিয়ারচর থানার ওসি এবং থানার অন্যান্য পুলিশ সদস্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,বাজার কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।