রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে রাঙামাটি জেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে।
সোমবার দুপুরে জেলার রিজার্ভ বাজার, বনরূপা বাজার ও তবলছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা
বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্য, জেলা পুলিশের সদস্য, কৃষি বিপণন বিভাগের কর্মকর্তা এবং পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং কোনো অসাধু ব্যবসায়ী যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সতর্ক করা হয়।