পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ও সংঘাত কমাতে অবিলম্বে শান্তি চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক।
রবিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালার হেডম্যান-কার্বারি-শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা।
এসময় তারা অভিযোগ করেন পার্বত্য শান্তি চুক্তির পর পার্বত্য এলাকায় অন্তত ২৫টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ গত বছরের ১৯ ডিসেম্বর দীঘিনালার লারমা স্কয়ারে হামলা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে তারা ।
এছাড়া সাম্প্রতিক সময়ে বক্তারা পাঠাপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানোর পাশাপাশি মুছে ফেলা গ্রাফিতি পুনবর্হালের দাবি জানান।
এসময় ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিঠন চাকমা, সাংগাঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলোকপ্রিয় চাকমা কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশসহ জনপ্রতিনিধি ,হেডম্যান-কার্বারিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করে ইউপিডিএফ গণতান্ত্রিক’র দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি যতীন বিকাশ চাকমা।