রাঙামাটির বাঘাইছড়িতে ভারতীয় সিগারেট জব্দ করেছে উপজেলার ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা
অভিযানে ২০৪ কার্টুন অবৈধ ভারতীয় অরিশ ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
রবিবার বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের আওতাধীন প্রশিক্ষণ টিলা এলাকায় ভোরে রাঙামাটিগামী চাঁদের গাড়ীতে তল্লাশি চালিয়ে ২০৪ কার্টুন ২১৪০ প্যাকেট সিগারেট ও দুইটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।
যার আনুমানিক বাজার মুল্যে ৩ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবির নায়েব সুবেদার কামাল হোসেন মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। এ
সব আটককৃত সিগারেট কাস্টমস অফিসে জমা দেয়ার কথা জানায় বিজিবি।