শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীজুরাছড়িতে বিনা মূল্যে মা শিশুর স্বাস্থ্য সেবা

জুরাছড়িতে বিনা মূল্যে মা শিশুর স্বাস্থ্য সেবা

রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের দেড় শতাধিক গর্ভবতী মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

সম্প্রতি (১৩, ১৪ ও ১৫ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে ইউনিয়ন দুটির বিভিন্ন দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
মৈদং ইউনিয়নের জামেসছড়ি, উবুকছড়ি, ফগিরছড়া, মগাছড়ি, মুরোল্যাছড়া, মৈদং মুখ এবং দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়া, চিগোন ও তারাবোন্যা গ্রামে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় রাঙামাটির পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সোহাগময় চাকমা ও সহকারি পরিচালক ডা. বেবী ত্রিপুরা নেতৃত্ব দেন।
চিকিৎসা সেবা পেয়ে দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়ার মহারানী চাকমা বলেন, “আমাদের এলাকায় এমন সেবা পাওয়া খুবই আনন্দের বিষয়, আগে এত সহজে চিকিৎসা পাওয়া যেত না।”
মৈদং ইউনিয়নের জামেসছড়ি গ্রামের হতদরিদ্র পুষ্পদেবীও চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে কর্মকর্তারা টংগ্যার “পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সি-এইচ-টি রিজিয়ন (পিআরএলসি)” প্রকল্পের আওতায় আজাছুড়ি কিশোর-কিশোরী গ্রুপ, মা ও শিশু ফোরামের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার বিজয় বড়ুয়া, পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী ফুল্লরা চাকমা, মনিটরিং অফিসার পরম চাকমাসহ টংগ্যার অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও টংগ্যার আয়োজনে জামেসছড়িতে গ্রামীণ নারী দিবসের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয়ে উঠেছে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments