খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্গম রাম রতন কার্বারী পাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের বেবি-টাইগার্স।
মঙ্গলবার সকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)।
এ-সময় ডিবি পাড়া, নৌকা ছড়া, তেবাংছড়াসহ অন্তত ১৫ টি পাড়ার শীতার্তদের মাঝে কম্বল ও শীতের পোশাক তুলে দেন জোন অধিনায়ক। এদিকে স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী হিসাবে তুলে দেওয়া হয়েছে ফুটবল, বলিবল, ব্যাডিমন্টন খেলাধুলা সামগ্রী।