মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাঅর্থনীতিগুইমারা জালিয়াপাড়ায় আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

গুইমারা জালিয়াপাড়ায় আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে দুই টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিজিবি সদস্যরাও।

তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন’ একটা টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে পাশ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপন করা হয় নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments