বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
মূলপাতাঅর্থনীতিরাইখালী  কৃষি গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল চিনাল -১ এর চাষে সফলতা

রাইখালী  কৃষি গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল চিনাল -১ এর চাষে সফলতা

কৃষকের বাতিঘর হিসাবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এবার উচ্চ ফলনশীল জাত চিনাল – ১ এর বীজ উৎপাদন এবং এর চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। বীজ বপনের মাত্র আড়াই মাসের মাথায় চিনাল এর ভালো ফলন হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকালে গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা যায় এক বিঘা জমিতে  শত শত চিনাল গাছে চিনাল ফল ধরে আছে। প্রতিটি গাছে ৫ হতে ৬ টি চিনাল ফল ধরেছে।

এসময় কথা হয় কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মুহাম্মদ জিয়াউর রহমানের সাথে। তিনি বলেন, চিনাল-১ একটি  উচ্চ ফলনশীল জাতের ফল। এই
ফল দেখতে গোলাকার ও আকর্ষণীয়। এটা  সোনালী হলুদ রঙের হয়। প্রতিটি
ফলের গড়  ওজন ১.৩-১.৪ কেজি।
এটার  স্বাদ হালকা মিষ্টি এবং  সুগন্ধিযুক্ত ও আঁশবিহীন।

তিনি আরোও বলেন, গবেষণা কেন্দ্রের এক বিঘা জমিতে  চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এর প্রথম বীজ রোপণ করা হয়। মাত্র আড়াই মাসের মধ্যে গাছে ফলন আসে। হেক্টর প্রতি  ফলন হয়েছে  ১৯ টন।  রবি ও খরিপ দুই মৌসুমেই এর  চাষাবাদ করা যায়।  সারা বছর গাছে ফুল আসে এবং ৭০ থেকে ৮০ দিন পর ফল পাকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments