রাঙামাটির বিলাইছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার ( ৫ নভেম্বর) যুবদলের আয়োজনে সকালে পল্টনঘাট হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ করে। পরে উপজেলা মিলনায়তনে এক সভায় উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি”র) জেলা শাখার সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি এমএ সালাম ফকির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন ও আঃ সালাম বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার, চাথোয়াই রোয়াজা,সমূল্য হেডম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল আলম, উপজেলা বিএনপি’র মহিলাদলের সভানেত্রী মোসাঃ দিলু আরা বেগম।
আরও উপস্থিত ছিলেন ধনমুনি চাকমা, মোঃ আল মামুন, অলি আহমেদ, মনির শামশু, যতীন, নিত্যলাল, রিনলম পালম বম, বরার্ট বম, সিরাজ,মোঃ শাকিল, নিজাম, ওমর ফারুক, শাহ আলমসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সঞ্চালনায় ছিলেন শান্তি রায় চাকমা (রায়ধন) ও মোঃ নাসির।




