শতশত ভক্তের উপস্থিতিতে মঙ্গল আরতি দর্শন , গুরু পূজা,গিরিগোবর্ধন পূজা,গৌড়ীয় ভজন কীর্তন, আলোচনা এবং মহা প্রসাদ বিতরনের মাধ্যমে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার মিশন এলাকায় শ্রী শ্রী গৌর নিতাই নামহট্র ভক্তবৃন্দের আয়োজনে রবিবার ( ২৬ অক্টোবর ) সকাল হতে বিকেল পর্যন্ত মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব।
এই উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টা হতে ১২ টা পর্যন্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় গৌড়িয় ভজন অনুষ্ঠিত হয়। গৌড়িয় ভজন শেষে ভোগ আরতি অনুষ্ঠিত হয়।

সবশেষে শ্রীশ্রী গৌর নিতাই নাম হট্র সংঘের সভাপতি শ্রীমান পালক মাধব দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্নকুটের মাহাত্ম্য আলোচনা করেন হাটহাজারী পুন্ডরিকধামের সাধারণ সম্পাদক রামানন্দ গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুন্ডরিক ধামের কৃষি বিভাগের পরিচালক ভাবগ্রাহী জনার্দন মধুসুদন দাস ব্রক্ষ্মচারী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এবং পুণ্ডরিক ধামের সেবক ভজ চৈতন্য দাস অধিকারী।




