সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীর নাম মো: রকি। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চারা বটতল এলাকার মোহাম্মদ ইসাহক এর ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

ওসি আরোও জানান, গত  ২৩ (অক্টোবর)  বিকালে কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাঙামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো: রকি কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে    ২০১৬ সালে  কাপ্তাই থানায়  পিক আপ গাড়ি চুরির  মামলা রয়েছে।

তখন থানায়  উক্ত আসামির বিরুদ্ধে  নাম- রানা প্রকাশ রকি, পিতা- মো,: ইসহাক, মাতা-মিনু বেগম, সাং-হাজির টেক, ওয়াগ্গা উপজেলা -কাপ্তাই, রাঙামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছিল। দীর্ঘ বিচার পক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। আসামি রকি  সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মো: ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলম এর নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরী করে।  পুলিশ জানান আসামীকে শুক্রবার  রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments