রাঙামাটির লংগদুতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক কার্যকর পরিকল্পনা, বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, সমাজের সদস্য এবং অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশাখালী বর্ডারগার্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. সজিব এবং ৩নং গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার রবিসন আসাক্রা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল স্টাফ, ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা সম্ভব। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি ধাপে সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” টিম।