ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র অংগ্য মারমা গত বুধবার রাঙ্গামাটির অতিরিক্তি দায়রা জজ কর্তৃক একটি মামলায় ‘গুমের শিকার কুখ্যাত আয়নাঘরে পাঁচ বছরের অধিক বন্দীদশা থেকে হাসিনা পতনের পর মুক্ত’ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দেয়ার ঘটনায় বিষ্ময় ও তীব্র ¶োভ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘অভিযুক্তকে আত্মপ¶ সমর্থনের কোন সুযোগ না দিয়ে সা¶্য প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে রায় দেয়ার ঘটনা বিশ্বে নজীরবিহীন – অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচারের নামে এটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি মেনে নেয়া যায় না।’
পার্বত্য চট্টগ্রামে আদালতসহ সকল সরকারী প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর একচ্ছত্র শাসন ও নিয়ন্ত্রণে কাজ করতে হয় উল্লেখ করে অংগ্য মারমা বলেন, ‘মাইকেল চাকমার বিরুদ্ধে তড়িঘড়ি করে “বিচার” করে রায় দিতে আদালতকে কোন একটি শক্তিশালী মহল থেকে চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।’
তিনি বলেন, ‘দ্বিতীয়ত, মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজিসহ যেসব মামলা দেয়া হয়েছে তা সবই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সেকারণে তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিশেষত তার প্রতিবাদী মুখ বন্ধ করে দেয়ার জন্য আদালত থেকে জোর করে আদায় করে নেয়া হয়েছে।’
‘ইউপিডিএফ এই প্রহসনের রায় মানে না’ বলে অংগ্য মারমা জানিয়ে দেন।
প্রেস বিজ্ঞপ্তি