পুবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা বিষয়ে অবহিত করতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সভা করেছে পুবালী ব্যাংক কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয় ডিজিটাল ব্যাংকিং সেবা সেন্টার।
এ সময় পুবালী ব্যাংকের ডিজেএম এন্ড হেড রবিউল আলম ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
এ সময় রবিউল আলম বলেন, পুবালী ব্যাংক সব সময় উচ্চতর শিক্ষাকে অগ্রাধিকার দেয়। তার অংশ হিসেবে শিক্ষক শিক্ষার্থীদের সহজ শর্তে ঋণ, শিক্ষক ও কর্মচারীদের জন্য লাইফ টাইম চার্জ ফ্রি ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পুবালী ব্যাংক দায়িত্ব নিয়ে ব্যালেন্স স্টেটমেন্ট,ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড প্রদান করে।
মতি বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড আতিয়ার রহমান।
সভার সভাপতিত্ব করেন পুবালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের ডিজিএম আক্তারুজ্জামান সরকার। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পুবালী ব্যাংকের বিভিন্ন বিষয়ে জানতে চান এবং পুবালী ব্যাংকের কর্মকর্তা এর উত্তর দেন।
মত বিনিময় সভা শেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে চালু করা হয়েছে পুবালী ব্যাংকের ডিজিটাল সেবা। এখানে সহজ শর্তে হিসাব খুলতে পারবে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যায় ভিসি।