বিলাইছড়িতে ” বাংলাদেশ জিন্দাবাদ – জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি”- কথাটি সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সন্মাননা ক্রেস প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৫ আগস্ট) সকাল ১০:৩০ টায় পল্টন ঘাট হতে একটি র্যালী বের করে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা মিলনায়তনে এসে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এম, এ সালাম ফকির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাসের, জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের মো.কামাল হোসেন, বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা,সিনিয়র সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি,যুগ্ন সম্পাদক জয় সিন্ধু চাকমা, সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার, সহ- সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভেনিষ চাকমা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলারা বেগম, জাসাসের সভাপতি জাকির হোসেন,কৃষক দলের সাধারণ সম্পাদক VL পাংখোয়া,ছাত্রদলের সদস্য সচিব মো.আকবর, শ্রমিক দলের সভাপতি প্রিয় জ্যোতি চাকমা (শিশি) ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জইন সেক্রেটারী মিজানুর রহমান সিকদার, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি আহমেদ। সঞ্চালনায় যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা।
বক্তারা, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করছে। কিন্তু তারপরেও ৫ আগস্টের চেয়ে আমার ভালো রয়েছি। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসীস্ট সরকার নেতাকর্মীদের হত্যা,গুম,জেল জুলুম করলেও পরে নিজেকে পালিয়ে যেতে হয়েছে। তারেক রহমান একটা কথা বলতেন জনগণ কেন আপনাকে ভোট দিবে, তাদের জন্য তুমি কি করছো ? সামনে জনগণের পাশে থাকতে হবে। তাদের কাছে যেতে হবে। যাতে জনগণ গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে । এই দল সহজে নষ্ট হওয়ার নয়।তাই বিএনপির সকল দলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলকেও শক্তিশালী করে জিয়াউর রহমান এর পথ অনুসরণ করে, খালেদা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি ফ্যাসিস্টমুক্ত রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান।