রাঙামাটি শহরের সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২ টার দিকে পৌর ট্রাক টার্মিনাল সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে ডলফিন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে নিহত খোরশেদ আলম তার বাইক নিয়ে দোয়েল চত্বর হতে বনরূপার দিকে যাচ্ছিল। পেট্রোল পাম্প এলাকায় পৌছলে বনরূপা গামী অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের অংশের ধাক্কায় পড়ে যান খোরশেদ। এ সময় অটোরিকশার সাথেও ধাক্কা খায় খোরশেদ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর খান বলেন, আহত অবস্থায় রোগী আনা হয়। রোগীর হাত পা কোমর ভাঙা ছিল। হাসপাতালে থাকা বিদ্যমান চিকিৎসা সেবা দিয়ে আমরা রোগীকে চট্টগ্রামে প্রেরণ করেছি।
চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খোরশেদের।
নিহত খোরশেদ রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও তবলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জহির আহমদ সওদাগের একমাত্র ছেলে।
কোতয়ালী থানার ওসি মোঃ শাহেদ উদ্দিন বলেন, শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ডলফিন কাউন্টারের সামনে একটি সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম জনি গুরুতর আহত হয়। চট্টগ্রামে নেওয়ার পর সেখানে একটি হাসপাতালে মৃত্যু হয়েছে।