রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল পাটোয়ারী (প্রকাশ ভাঙ্গা সোহেল) ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে চন্দ্রঘোনার বাদশামাঝিরঘোনা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।মানববন্ধনে নির্যাতিত নারী-পুরুষরা বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, শারীরিক নির্যাতন ও ত্রাস সৃষ্টি করে আসছে। শান্তিপ্রিয় এলাকাবাসী প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মারধর ও হয়রানি। কাপ্তাই ও রাঙ্গুনিয়া থানায় একাধিকবার অভিযোগ করা হলেও মামলা না নেওয়ার কারণে এলাকাবাসী শেষ পর্যন্ত মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
এলাকাবাসী জানান সম্প্রতি সোহেল পাটোয়ারী ও তার সহযোগীরা মো. ইউনুছ আলীকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।