উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়তে থাকায় এবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চির পরিবর্তে ১৮ ইঞ্চি বাড়িয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান রাত ১১ টা ১০ মিনিট এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে তুলে দেড়ফুট(১৮ ইঞ্চি) পর্যন্ত খুলে দেওয়া হয়েছে । এতে করে প্রতি সেকেন্ডে ২৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি আরোও জানান বর্তমানে ১০৮.৪৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।
এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত: মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিটে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।