সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাঝে বিদ্বেষ ছড়ানোসহ অনলাইনে সমালোচিত অনলাইন এক্টিভিস্ট পাইশিখাই মারমাকে কাপ্তাই চিংম্রং থেকে অপহরণের চেষ্টাা করা হয়েছে। তবে সাথে স্ত্রী থাকা দুর্বৃত্তরা অপহরণ করতে পারেনি। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে
মঙ্গলবার সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনার থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
তিনি জানান, চিংম্রং এলাকায় অবস্থিত বৌদ্ধ বিহার পরিদর্শন করতে আসা পাইশিখাই মারমাকে স্বস্ত্রীক বৌদ্ধ বিহার সংলগ্নস্থানে কয়েকজন যুবক ঘিরে ফেলে ব্যপক মারধর করে এবং অপহরণের চেষ্টা করেন। গোয়েন্দা সূত্রের মাধ্যমে তথ্য পাওয়ার সাথে সাথে ওয়াগ্গাছড়া জোন কমান্ডার, লে. কর্নেল কাওসার মেহেদী একটি আভিযানিক দল নিয়ে স্পীড বোটের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং আহত অবস্থায় পাইশিখাই মারমাকে স্বস্ত্রীক উদ্ধার করতে সক্ষম হন। আইন-শৃঙখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পাইশিখাই মারমাকে উদ্ধার করে বিজিবির সদস্যরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ওসি জানান, এই বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।