বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে নানান ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার বিহারের দক্ষিণ মাঠে সকাল পর্বের অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দান করা হয়। পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের।
এ পূর্ণিমা তিথিতে বুদ্ধের তিনটি ঘটনা সংঘটিত হয়। আষাঢ়ী পূর্ণিমার দিনে, বোধিসত্ত্ব রাণী মহামায়ার গর্ভে প্রবেশ গ্রহণ করেন, গৌতম বুদ্ধ তার সিংহাসন ও রাজকীয় জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমার দিনেই তিনি সারনাথে তার প্রথম ধর্মোপদেশ (“ধর্মচক্র প্রবর্তন সূত্র”) দিয়েছিলেন। এ দিনটি বুৃদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূণ। এ তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস একটি বিহারে অবস্থান করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বর্ষাবাস যাপন শুরু করেন।